ওষুধে অ্যালার্জি কীভাবে বুঝবেন
সব ওষুধেই কমবেশি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, কিন্তু কোনো কোনো বিশেষওষুধ বা রাসায়নিকের প্রতি ব্যক্তিবিশেষের থাকতে পারে অতিসংবেদনশীলতা। যারফলে দেখা দিতে পারে গুরুতর অ্যালার্জি। এ থেকে জীবন বিপন্নও হতে পারে কখনোকখনো। এ বিষয়ে লিখেছেনডা. নাজমুল কবীর কোরেশী ঝুঁকিপূর্ণ ওষুধসমূহ কিছু ওষুধে প্রতিক্রিয়া বেশি ঘটে। যেমন: পেনিসিলিন, সেফালোস্পোরিন-জাতীয় অ্যান্টিবায়োটিক, সালফারযুক্ত ওষুধ, ভ্যাকসিন, এলুপিউরিনল, উচ্চ রক্তচাপের কিছু ওষুধ যেমন এসিই ইনহিবিটর, কিছু খিঁচুনিপ্রতিরোধক ওষুধ ইত্যাদি।...
Posted Under : Health Tips
Viewed#: 202
See details.

